মালেয়েশিয়ায় কর্মীদের বৈধ হতে না পারার নেপথ্যে দালাল


টাইমস ডেস্ক | Published: 2017-12-15 05:37:16 BdST | Updated: 2024-05-20 21:50:59 BdST

এক শ্রেণির দালাল ও প্রতারক চক্রের কারণেই মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিরা বৈধ হতে পারছেন না। এতে অনেকেই নিঃস্ব হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। অভিবাসী বিশেষজ্ঞরা মনে করেন, অবৈধকর্মীদের বৈধ করতে মালয়েশিয়া সরকারের ইতিবাচক ভূমিকা নেয়া উচিত।

বাংলাদেশের তুলনায় কয়েকগুণ বড় এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশটির আবহাওয়া, খাবার দাবার আর ধর্মীয় দিক থেকে বাংলাদেশের মিল অনেক। অপরদিকে, এশিয়ার হয়েও দেশটির জীবনযাত্রার মান ইউরোপ আমেরিকার কাছাকাছি বলেই মনে করেন অনেকে।

এ কারণেই ভাল উপার্জন আর নিরিবিলি বসবাসের এক বিশাল স্বপ্ন নিয়ে ছিমছাম পরিবেশ আর অপরূপ সুন্দর এই দেশটির হাতছানিতে ছুটে আসে অসংখ্য বাংলাদেশী। নিয়ম নীতির তোয়াক্কা না করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আর দালালদের প্রলোভনে পড়ে, অবৈধ উপায়ে মালয়েশিয়ায় এসে, দেশটির কঠোর নিয়ম নীতির বেড়াজালে আটকে পড়েন এসব কর্মী।

তবে, অবৈধ হয়ে দিনের পর দিন কর্মহীন পড়ে থাকার জন্য দালাল এবং প্রতারক চক্রকেই দায়ী করেন এসব ভুক্তভোগী।

৩১ ডিসেম্বরের মধ্যে রি-হায়ারিং প্রক্রিয়ায় বৈধ হতে না পারলে আইন অনুযায়ী এসব কর্মীর মালয়েশিয়ায় বসবাস সম্ভব হবে না বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।

তাদের মতে, কর্মীদের বৈধ হতে না পারার জন্য উভয় দেশের দালালরাই দায়ী। তবে, নিজেদের স্বার্থেই বাংলাদেশীদের বৈধকরণে মালয়েশিয়া সরকারের এগিয়ে আসা উচিত। সূত্র: সময় সংবাদ।

টিআই/ ১৪ ডিসেম্বর ২০১৭