বিশ্ববিদ্যালয় ছাত্রীর আপত্তিকর ছবি ভাইরাল, সাবেক স্বামীর স্বীকারোক্তি


টাইমস ডেস্ক | Published: 2018-01-19 20:58:40 BdST | Updated: 2024-05-20 20:22:54 BdST

বিশ্ববিদ্যালয় ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত নাসিম মাহমুদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মনসুর আলীর ছেলে। এ ঘটনার সহযোগিতার দায় একটি ছাত্রী নিবাস থেকে রাজশাহীর শাহ মখদুম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজশাহী সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

এ অভিযোগের ভিত্তিতে, গেলো বুধবার সন্ধ্যায় সহযোগীসহ অভিযোগকারীর সাবেক স্বামী নাসিম মাহমুদকে (২৪) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আটকদের আদালতে নেয়া হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত বিচারক হাকিম আব্দুস সালাম আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, 'কলেজে পড়ার সময় নাসিম মাহমুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগী ছাত্রীর। ২০১২ সালে তারা বিবাহে আবদ্ধ হয়। কিন্তু দু'মাস পর তাদের বিচ্ছেদ হয়। কিন্তু নাসিম মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে মেয়েটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আবার তার বিয়ে ঠিক হয়। এ ঘটনার সূত্র ধরে নাসিম পূর্বে তুলে রাখা কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ কাজে তাকে সহযোগিতা করেন শাহ মখদুম কলেজের এক ছাত্রী।

৬ জানুয়ারি সন্ধ্যায় ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর ছবিগুলো ছড়িয়ে দেন নাসিম।

টিআই/ ১৯ জানুয়ারি ২০১৮