সালিশে প্রেমিককে জরিমানা, ছাত্রীর আত্মহত্যা


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-27 17:41:15 BdST | Updated: 2024-05-20 20:23:02 BdST

অশালীনতার অভিযোগ তুলে সালিশ-বৈঠকে কিশোর প্রেমিককে জরিমানা করার পর হবিগঞ্জ সদর উপজেলায় স্বপ্না আক্তার (১৭) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) ডালিম আহমেদ জানান, শহর সংলগ্ন রিচি গ্রামে শুক্রবার (২৬ জানুয়ারি) আত্মহত্যার এ ঘটনা ঘটে। স্বপ্না গ্রামের রিকশাচালক আব্দুল মতলিবের মেয়ে। স্বপ্না রিচি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

প্রতিবেশী দুলাল মিয়া বলেন, ওই গ্রামের এক কিশোরের সঙ্গে স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার ভোরে দুইজনকে এক ঘরে পাওয়া গেলে এ নিয়ে গ্রামে সালিশ-বৈঠক হয়। বৈঠকে তাদের বিয়ে দেওয়ার প্রস্তাব ওঠে। কিন্তু বয়স কম হওয়ায় বিয়ে দেওয়া যায়নি। পরে ছেলের পরিবারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর কিছুক্ষণ পরই স্বপ্নার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে।

পরিদর্শক ডালিম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সালিশ-বৈঠকের বিষয়টি শুনেছি। যারা সালিশ করেছেন তারা এ ব্যাপারে তাদের ব্যাখ্যা দিতে থানায় আসবেন। মেয়ের পরিবারও থানায় আসবে অভিযোগ দিতে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এইচজে/ ২৭ জানুয়ারি ২০১৮