দক্ষ শিক্ষকের অভাব

ডিজিটাল শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত ঝালকাঠির লাখো শিক্ষার্থী


টাইমস ডেস্ক | Published: 2017-09-05 15:34:05 BdST | Updated: 2024-05-19 11:41:14 BdST

ঝালকাঠির অধিকাংশ স্কুল-কলেজে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাব থাকলেও নেই দক্ষ শিক্ষক। ফলে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে জেলার লাখো শিক্ষার্থী। তবে এই সমস্যা নিরসনে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার।

উদ্বোধনের পরই তালাবদ্ধ অবস্থায় ঝালকাঠির কয়েকটি স্কুল কলেজের মাল্টিমিডিয়া ও ডিজিটাল ল্যাব। দক্ষ শিক্ষকের অভাবে অধিকাংশ প্রতিষ্ঠানেই এগুলোর ব্যবহার হয় না। ফলে প্রতিদিন সব শ্রেণিতে একটি করে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস হওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এতে অনেক শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছ।

শিক্ষকরা জানিয়েছেন, আইসিটির অভিজ্ঞতা না থাকায় মাল্টিমিডিয়া ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। সকল বিষয়ভিত্তিক শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের আওতায় আনলে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা সম্ভব বলে মনে করেন তারা। এদিকে, সমস্যা নিরসনে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন জেলার সহকারি শিক্ষা অফিসার।

ঝালকাঠি জেলায় মোট ৩শ ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২শ ৬১টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। আর জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থী রয়েছে লক্ষাধিক। খবর সময় সংবাদ।

টিআই/ ০৫ সেপ্টেম্বর ২০১৭