লক্ষ্য যাদের কৃষি বিশ্ববিদ্যালয়


Dhaka | Published: 2020-01-11 20:01:05 BdST | Updated: 2024-05-02 01:02:31 BdST

এইচএসসি পরীক্ষা শেষে সবারই লক্ষ্য থাকে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া। এর বাইরে কৃষি খাতেও আগ্রহ রয়েছে অনেকের। তবে আমাদের সমাজে কৃষিসংশ্লিষ্ট বিষয়ের প্রতি কিছুটা নেতিবাচক ধারণা রয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কৃষি বিশ্ববিদ্যালগুলোয় যেহেতু বিজ্ঞাননির্ভর পড়ালেখা হয়, সেজন্য ভর্তির ক্ষেত্রে প্রয়োজন হয় ভালো ফল ও প্রস্তুতি। কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এ বিষয়গুলো তুলে ধরেছেন হাবিবুর রনি

আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড পেয়েছেন ৯ শিক্ষার্থী

কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় কৃতিত্বের জন্য ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ৯ শিক্ষার্থীকে ১২টি ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড, ২০১৯’ দিয়েছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল।

কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে, যা বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয়। বিশ্বের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ ফলের স্বীকৃতি দেয় কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন।

সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদেশি পাঠ্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার পুরস্কারবিজয়ী ৯ শিক্ষার্থী হলেনÑগণিতে সর্বোচ্চ নম্বর অর্জন করায় টপ ইন দ্য ওয়ার্ল্ড আরিয়ান বিন শাহরিয়ার, বেস্ট অ্যাক্রোস ৮ কেমব্রিজ আইজিসিএসই সৈয়দ শেহজার আহমেদ। পাশাপাশি তিনি আইজিসিএসই আইসিটি বিষয়ে নৈপুণ্যের জন্য টপ ইন বাংলাদেশ পুরস্কার অর্জন করেন, বেস্ট অ্যাক্রোস ৩ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এ লেভেল অ্যাওয়ার্ড অর্জন করেন পুরু ভাইশ। একই সঙ্গে এ লেভেল রসায়ন ও কম্পিউটার সায়েন্সে সর্বোচ্চ ফলের জন্য টপ ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। অর্থনীতিতে টপ ইন বাংলাদেশের এএস লেভেল অ্যাওয়ার্ড অর্জন করেন ফাইজা তাসনীম জামান।

এছাড়া ডিপিএস এসটিএস স্কুলের তিন শিক্ষার্থী আইজিসিএসই অ্যাওয়ার্ডে টপ ইন বাংলাদেশ লাভ করেন। এ পুরস্কার বিজয়ীরা হলেন পদার্থবিজ্ঞানে নাইমা সিরাজ, অর্থনীতিতে ফাহমিদ শাহরিয়ার ও বিজনেস স্টাডিজে জাহির আব্বাস। স্কুলটির দুই শিক্ষার্থী আইজিসিএসই অ্যাওয়ার্ডে হাই অ্যাচিভমেন্ট লাভ করেন। তারা হলেন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টে আরিয়ানা হুসাইন ও কম্পিউটার সায়েন্সে আরিয়ানা ইলমা রহমান।

ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ হার্শা ওয়াল বলেন, কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় ভালো ফল অর্জনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য ও স্বপ্ন পূরণ হয়েছে। তাদের এ নৈপুণ্যে আমরা আনন্দিত। এ শিক্ষার্থীরাই পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। শিক্ষার্থীদের সফলতা অর্জনে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ।