বৃহস্পতিবারের হরতাল সমর্থনে জামাত-শিবিরের ঝটিকা মিছিল


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-12 06:53:39 BdST | Updated: 2024-04-30 10:04:03 BdST

হরতাল সমর্থনে জামাত-শিবির সারাদেশে বুধবার বিকালে ও সন্ধায় ঝটিকা মিছিল করেছে। এসব মিছিলের ছবি প্রকাশ করা হয়েছে জামাত শিবিরের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। এতে দলটির কর্মীদের উপস্থিতি ছিল অনেক কম।  

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ মিছিলের আয়োজন করে। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অপরাজনীতি, গ্রেপ্তার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমীরে জামায়াত বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল বরেণ্য চিকিৎসক ডা. শফিকুর রহমান, সাবেক এমপি নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করেছে।

তারা বলেন, জনগণ সরকারের এ ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না। নেতৃবৃন্দ অবিলম্বে আমীরে জামায়াত-সহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

সমাবেশে জামাত নেতা ও শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই বর্ষীয়ান রাজনীতিবিদ ও আমীরে জামায়াত মকবুল আহমাদ এবং সেক্রেটরি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জুুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোনো ফ্যাসীবাদী ও স্বৈরাচারি শক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না।

তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখী হতে হবে বলে হুঁশিয়ার করেন।

নেতৃবৃন্দ বৃহস্পতিবার দেশব্যাপি সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানিয়ে দলের নতুন ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে জানান, সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির জন্য আগামী শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস হিসেবে পালিত হবে।

জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ সকল কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে হরতাল ডেকেছে জামায়াত।

সূত্র: আরটিএনএন

 

এমএসএল