ছাত্রলীগনেতা অনিক হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ


কুমিল্লা | Published: 2023-07-08 06:12:17 BdST | Updated: 2024-04-28 21:25:35 BdST

গত ২৮ জুন ছাত্রলীগ নেতা অনিক হত্যার প্রতিবাদে শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলার গাজিমুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অনিক হত্যার দ্রুত বিচার দাবি করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আমিমুল ইহসান (রনি), (ঢাকা বিশ্ববিদ্যালয়) বলেন, বিএনপি-জাামায়াতের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে অনিককে হত্যা করানোর দায় বিএপিকে নিতে হবে। রিজভী সাহেবকে বলি লাকসামে এসে অনিকের মায়ের আর্তনাদ দেখে যান। যদি এ পরিবারের সাথে একাত্মতা প্রকাশ না করতে পারেন তাহলে ভেবে নিব আপনারা জনবিমুখ হয়ে গেছেন।

Caption

তিনি বলেন, "রাজনৈতিক পরিস্থিতি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কখনো অস্ত্র হতে নিবনা। আমরা মন্ত্রী তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো লাকসামে মাটিকে পবিত্র ও শান্ত রাখা''।

গত ২১ জুন লাকসাম পৌরসভায় সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগ নেতা ইফতেখার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরের ওপর হামলা ও মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় অনিককে কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরা তার মৃত্যু হয়।