৫০০ উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি


ড্যাফোডিল টাইমস | Published: 2017-08-11 16:45:31 BdST | Updated: 2024-05-15 12:49:24 BdST

পাঁচ বছরে ৫০০ উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এজন্য একটি প্রকল্প হাতে নিয়েছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ প্রকল্পটি পরিচালনা করবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘আর ইউ দ্যা নেক্সট স্টার্টআপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা এসব তথ্য জানান।

তিনি বলেন, এই বৃত্তির জন্য শুধু এইচএসসি পাসকৃতরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর বিজয়ীরা এন্ট্রাপ্রেনিউরশিপের উপর এ বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক (সম্মান) কোর্সে অধ্যয়নের সুযোগ পাবেন। প্রতি সেমিস্টার থেকে মোট ২০ জন শিক্ষার্থী পাবেন এই বৃত্তি। যাদের মধ্যে প্রথম ৮ জনকে দেয়া হবে ১০০ ভাগ বৃত্তি (জনপ্রতি ৮ লাখ টাকা)। দ্বিতীয় ছয়জন পাবেন ৭৫ শতাংশ এবং তৃতীয় ছয়জন পাবেন ৫০ শতাংশ বৃত্তি।

সংবাদ সম্মেলনে সৈয়দ মারুফ রেজা বলেন, ১০ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এরপর অনলাইনে প্রাক নির্বাচনী রাউন্ড শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রণয়ন করা হবে। এরপর আইস ব্রেকিং সেশন, গ্রুমিং ও বুস্ট আপ ক্যাম্পের পর চূড়ান্ত নির্বাচনী পর্ব শেষে করে বৃত্তি প্রদান করা হবে। ক্লাস ও কার্যক্রম শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে।

তিনি আরও বলেন, ‘আর ইউ দ্যা নেক্সট স্টার্টআপ’-এর মূল বৈশিষ্ট হচ্ছে বিজয়ীরা এন্ট্রাপ্রেনিউরশিপের উপর চার বছরের স্নাতক (সম্মান) কোর্সের অধ্যনের সুযোগ পাবেন। যারা ব্যবহারিক ও তত্ত্বীয় শিক্ষায় শিক্ষিত হবেন। শিক্ষিত বেকার যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে গতিশীল করাই এর মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, এন্ট্রাপ্রেনিউরশিপ থেকে পাস করার পর কেউ বেকার থাকবে না। কারণ উদ্যোক্তা হওয়ার সবকিছু তারা শিখে যাচ্ছে। বিভিন্ন ধরনের ব্যবসা শুরুর পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। সেল্ফ সাসটেইনেবল করার জন্য যা যা করা দরকার আমরা সব করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল প্রমুখ।

জেএন/ ১১ আগস্ট ২০১৭