চবিতে সংঘর্ষ : যাচাই-বাছাই শেষে মুক্ত ৫০, আটক ৭


Chittagong | Published: 2020-03-05 17:31:30 BdST | Updated: 2024-05-18 23:19:35 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের পর ৭ জনকে আটক দেখিয়েছে হাটহাজারী থানা পুলিশ। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এফ রহমান হল থেকে ৫৭ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। আটকদের হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়।

আটকরা হলেন, ‘সিক্সটি নাইন’ গ্রুপের রসায়ন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের গোলাম শাহরিয়ার, ইসলামের ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ নাদিম, উদ্ভিদবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের মাশরুর অনিক, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাবেদ, ১৮-১৯ শিক্ষাবর্ষের রুম্মান ও হায়দার। এছাড়া বিজয় গ্রুপের ১৬-১৭ শিক্ষাবর্ষের জিন্নাত মজুমদার ও কনকর্ড গ্রুপের জিসান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্বের ঘটনার রেশ ধরে মধ্যরাতে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে নাছিরের অনুসারী সব গ্রুপ। এ সময় হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে ৬টি ককটেলও বিস্ফোরিত হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অর্ধ শতাধিক কর্মী আহত হন। পরবর্তীতে বিজয় গ্রুপকে হটিয়ে এফ রহমান হল দখলে নেয় নাছির গ্রুপ।