ডাকসুর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Dhaka | Published: 2020-03-07 13:33:36 BdST | Updated: 2024-05-19 11:25:48 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিস্তার ট্রাস্টের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এ কর্মশালা শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিস্তার ট্রাস্টের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সিফাতের সঞ্চালনায় ও ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- নিউজিল্যান্ডের সাবেক জরুরি চিকিৎসক ডা. আফতাবুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন- বিস্তার ট্রাস্টের সভাপতি সাবেক এমপি প্রকৌশলী শহীদুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল গনি।

ডা. আফতাবুজ্জামান জরুরি চিকিৎসার বিভিন্ন বিষয় যথা- অজ্ঞান, চকিং, ডুবে যাওয়া, রক্ত পড়া, ফ্র্যাকচার, ইনজুরি, সাপে কামড়ানো, পুড়ে যাওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের দ্বারা জরুরি চিকিৎসার রিহার্সেল করানো হয়।

বিস্তার ট্রাস্টের সভাপতি প্রকৌশলী শহীদুজ্জামান বলেন, 'বিস্তার ট্রাস্ট সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় কর্মশালায় আমাদের অংশগ্রহণ। ডাকসুকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য। বিস্তার ট্রাস্ট আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসবে।'

কর্মশালা শেষে ডাকসু ও ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফার্স্ট এইড ট্রেনিং সার্টিফিকেট প্রদান করা হয়।