ঢাবি ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও ভাড়া নির্ধারণে ডাকসুর কড়াকড়ি উদ্যোগ


ঢাবি টাইমস | Published: 2020-03-08 05:07:44 BdST | Updated: 2024-05-19 11:25:40 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও ভাড়া নিয়ন্ত্রণে শিগগিরই কড়াকড়ি উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত ও নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন , ভাড়া নির্ধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। আমরা সকলেই চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুন্দর ও সুশৃঙ্খল পরিবহন ব্যাবস্থা থাকুক এবং রিক্সা ভাড়া নির্ধারণ করা হোক। এই কাজটি করার জন্য সবার আগে আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমি আশা করি আপনারা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন শৃঙ্খলা ও ভাড়া নির্ধারণের লক্ষ্যে ডাকসুর একটি শৃঙ্খলা টিম গঠন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের কারণে নিয়মিত লেগে থাকে ট্র্যাফিক জ্যাম এবং রিক্সা ভাড়া নেয়া হয় অতিরিক্ত যা শিক্ষার্থীদের যাতায়াত ও শিক্ষার পরিবেশ বিঘ্নতা ঘটাচ্ছে।