সমাপনী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পুলিশকে পেটাল ছাত্রলীগ নেতা!


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-21 05:58:29 BdST | Updated: 2024-05-22 06:55:57 BdST

পাবনায় পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেতাদের ঢুকতে না দেওয়ায় শফিক নামে এক পুলিশ কনস্টেবলকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় পুলিশ দুই জনকে আটক করলেও পরে এক জনকে ছেড়ে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২০ নভেম্বর) সকালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পর পরই সোনাতলা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সস্পাদক আরমান হোসেন মানিকসহ সাত-আটজন নেতাকর্মী।

এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম শফিক তাঁদের ঢুকতে বাধা দিলে আরমানসহ কয়েকজন মিলে ওই তাঁকে বেধড়ক পিটিয়ে জখম করেন।

আরমান হোসেন মানিক (২২) নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদের ছোট ভাই।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি, সাঁথিয়া-বেড়া সার্কেল) আশিস বিন হাসান ঘটনাস্থলে গিয়ে মানিককে আটক করেন।

এ বিষয়ে আশিস বিন হাসান জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক প্রামাণিক বলেন, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় কথাকাটাকাটির একপর্যায়ে আরমানকে কনস্টেবল শফিক দুটি চড় মারেন। এরপর আরমানের সঙ্গে থাকা অন্যরা কনস্টেবলকে মারধর করেন।

টিআই/ ২০ নভেম্বর ২০১৭