প্রধান শিক্ষক ছাড়াই চলছে মাদারীপুরের একাধিক প্রাথমিক বিদ্যালয়


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-26 15:29:26 BdST | Updated: 2024-05-22 07:15:28 BdST

১৯১৭ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর সদর উপজেলায় খোয়াজপুর ইউনিয়নে ৩৬ নং চর গোবিন্দপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ২৬০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়টিতে দুই বছর ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য।

একই অবস্থা ইউনিয়নটির ২৮ নং চর পরিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন একজন সহকারি শিক্ষক। এতে সঠিকভাবে পাঠদান দিতে হিমশিম খেতে হয় তাদের। শিক্ষকরা জানান, আমাদের চার জন রয়েছে, তার মধ্যে একজন অফিসিয়াল কাজে চলে গেলে ক্লাস রুমে শিক্ষাদানে সমস্যা হয়।

অন্য আরেক শিক্ষক জানান, আমাদের শিক্ষক কম। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় অন্য একজনকে। এতে ক্লাসগুলো সঠিকভাবে নেয়া যায় না।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, আমাকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। তিনি থাকলে ভাল হতো। আমাকে প্রায় অফিসে কাজে বাইরে যেতে হয়। এতে পাঠাদানে ব্যাঘাত ঘটে।

প্রধান শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানিয়ে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহম্মেদ বলেন, প্রধান শিক্ষকের যে মর্যাদা সে অনুযায়ী আমরা তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। তিনি জানান, আমরা আশা করি খুব দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে সহকারি শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি দিয়ে সমস্যা সমাধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কাজ শুরু করেছে বলে জানালেন জেলার প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।

জেলা প্রশাসক মো. ওযাহিদুল ইসলাম বলেন, সহকারি শিক্ষকদের মধ্যে পদোন্নতি মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে এবং মাদারীপুরে এই প্রক্রিয়া চালু হবে। সেক্ষেত্রে এই সমস্যা আর থাকবে না।

মাদারীপুরে চার উপজেলায় ৭১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ২৩৩ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ১৮৩ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। সূত্র: সময় সংবাদ।

এমএস/ ২৬ নভেম্বর ২০১৭