নোয়াখালীতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু


নোয়াখালী টাইমস | Published: 2017-11-30 22:31:41 BdST | Updated: 2024-05-17 20:42:59 BdST

নোয়াখালী সদরের মাইজদীতে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিক্সার (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে মাইজদী বাজার এলাকার গ্রীন হল কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কের এ দুর্ঘটনায় নিহতের নাম জান্নাত আহম্মেদ আনিসা (১৭)।

এ দুর্ঘটনায় সুমাইয়া তাসনুর (১৭) নামে আরেক ছাত্রী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনিসা নোয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অফিস সহকারী মাইজদীর বাসিন্দা আলী আহম্মদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পুর্ব গাজীপুরের মানিক রাজ গ্রামে।

জান্নাত নোয়াখালী সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিল। আহত সুমাইয়া তাসনুর নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, সকালে দুই কলেজ ছাত্রী ব্যাটারিচালিত ইজিবাইকে করে কোচিংয়ে ক্লাস করতে মাইজদী বাজার থেকে মাইজদী কোর্টের দিকে যাচ্ছিল। পথে মাইজদী-সোনাপুর প্রধান সড়কের গ্রীন হল কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আনিসা মারা যায় এবং সুমাইয়া গুরুতর আহত হয়। উভয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে জান্নাতকে মৃত ঘোষণা করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হাজি ফরিদউদ্দিন জনান, সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কা মুক্ত।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপভ্যান ও দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক জব্দ করা হয়েছে। দুই গাড়ির চালক পালিয়ে গেছে। তবে তাদের আটকের চেষ্টা চলছে।

এমএন/ ৩০ নভেম্বর ২০১৭