মাগুরায় ট্রাক ড্রাইভারের লাম্পট্যে প্রাণ হারাল স্কুলছাত্রী মিনু


জেলা প্রতিনিধি | Published: 2017-12-07 05:25:28 BdST | Updated: 2024-05-17 20:28:29 BdST

মাগুরায় এক ট্রাক ড্রাইভারের লাম্পট্যে প্রাণ গেল স্কুলছাত্রী মিনু খাতুনের। বালুভর্তি একটি ট্রাকের ড্রাইভার মিনুর চুল ধরে টান দেয়। এতে মিনু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাৎক্ষণিক প্রাণ হারায়। ট্রাকচালকের নাম জানা যায়নি। মিনু মাগুরার রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে সে পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। ড্রাইভার পলাতক।

মিনুর বাবার নাম শহর আলি মোল্যা। বাড়ি মাগুরার শালিখা উপজেলার সর্বসাংদা গ্রামে। সে সদর উপজেলার কামারপাড়া গ্রামে বড় বোনের বাড়িতে থেকে লেখাপড়া করত।

মিনুর সঙ্গী ফাতেমা, ভগ্নিপতি ইউসুফ শেখসহ এলাকাবাসীর অভিযোগ, বালুর ট্রাকের চালক তাদের অতিক্রম করার সময় হাত বাড়িয়ে মিনুর মাথার চুল ধরে টান দেয়। মিনু ট্রাকের তলায় পড়ে যায়। চালক গতিরোধ না করায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী ধাওয়া করলে ট্রাকটি (যশোর-ট-১২১৩) ফেলেই চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

মিনুর পরিবারের সদস্যরা ঘাতক ট্রাকচালকের শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মেয়েটির লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালকের নাম উদ্ধার করা সম্ভব হয়নি। মেয়েটির পরিবারের অভিযোগ সত্য হলে চালকের নামে হত্যা মামলা দায়ের করা হবে।

এমকে/ ০৬ ডিসেম্বর ২০১৭