রৌমারীতে অঙ্কুরের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন


শাহরিয়ার আমিন | Published: 2017-12-16 21:24:57 BdST | Updated: 2024-05-22 01:55:05 BdST

কুড়িগ্রামের রৌমারীতে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুকিশোর সংগঠন 'অঙ্কুর' কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় রৌমারী মহিলা কলেজে ওই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিভিন্ন স্কুল থেকে আগত মোট ৫৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। "বাংলাদেশের মুক্তিযুদ্ধ " শীর্ষক রচনা এবং 'যেমন খুশি তেমন আঁকো' চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতার পূর্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অঙ্কুরের উপদেষ্টা ডা. এস এম আহসানুজ্জামান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আব্দুল আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী রেডিয়াম মডেল স্কুলের শিক্ষক মো. রেজাউল ইসলাম, ভারটেক্স মডেল স্কুলের শিক্ষক মো. তৌফিকুল ইসলাম তারা।

আলোচনা সভায় সঞ্চালক হিসেবে ছিলেন অঙ্কুরের পরিচালক মো. ইয়াছিন আরাফাত। সার্বিক বিষয়ে সহযোগিতা করেন অঙ্কুরের আরেক পরিচালক মো. ফুয়াদ আল জাবির।

অঙ্কুরের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অঙ্কুরের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আব্দুল আউয়াল বলেন, রৌমারীর মতো প্রত্যন্ত একটি উপজেলায় অঙ্কুর বরাবরই ব্যতিক্রমী ভূমিকা রাখছে। এ দেশের বিজয়ের ইতিহাস জানতে তরুণদের উদ্বুদ্ধ করতে এরকম আয়োজন সকলেরই কাম্য। পিছিয়ে থাকা রৌমারীর একদল মেধাবী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী শিশুকিশোরদের সংঘবদ্ধ করে রৌমারীকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর। আমি অঙ্কুরের সফলতা কামনা করি।

এসময় অঙ্কুরের উপদেষ্টা ডা. এস এম আহসানুজ্জামান সুমন বলেন, "মেধাবীদের প্রচেষ্টায় রৌমারীর কোমলমতি শিশুকিশোরদের নিয়ে গড়ে ওঠা সংগঠন 'অঙ্কুর' শিক্ষার্থীদের নিয়ে যে যে আয়োজন করে তা বরাবরই প্রশংসনীয়। রৌমারীকে শিক্ষার মান উন্নয়নে 'অঙ্কুর' বলিষ্ঠ ভূমিকা রাখবে আমার বিশ্বাস।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ এপ্রিল রৌমারীর একদল মেধাবী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর উদ্যোগে শিশুকিশোর সংগঠন 'অঙ্কুর' যাত্রা শুরু করে। রৌমারীর কোমলমতি শিশুকিশোরদের একতাবদ্ধ করে দেশ সেবায় ব্রত, সৎ, যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

টিআর/ ১৬ ডিসেম্বর ২০১৭