জেএসসিতে পাসে সেরা বরিশাল, জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা


টাইমস প্রতিবেদক | Published: 2017-12-31 00:52:28 BdST | Updated: 2024-05-17 19:55:58 BdST

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে এবার সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

শনিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। আট সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন।

আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। এই বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। গত বছরের শীর্ষে থাকা রাজশাহী বোর্ড এবার রয়েছে দ্বিতীয় অবস্থানে, এ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ।

অপরদিকে গত বছরের মতো এবার পাসের হারে সবার নিচে অবস্থান করছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া ঢাকায় পাসের হার ৮১ দশমিক ৬৬, চট্টগ্রামে ৮১ দশমিক ১৭, যশোরে ৮৩ দশমিক ৪২, সিলেটে ৮৯ দশমিক ৪১ ও দিনাজপুরে ৮৮ দশমিক ৩৮ শতাংশ।

ঢাকা বোর্ডে এবার গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৫০২ জন কমেছে। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ৮৪৮ জন। গত বছর ঢাকা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছিল ৮৬ হাজার ৩৫০ জন শিক্ষার্থী।

গত কয়েক বছরের মতো জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে ৭ হাজার ৬২১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ৩৭ হাজার ৬৩৩, কুমিল্লা বোর্ডে ৮ হাজার ৮৭৫, যশোর বোর্ডে ১৪ হাজার ৬১২, চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ৩১৫, বরিশাল বোর্ডে ৮ হাজার ৪৩১ ও দিনাজপুর বোর্ডে ২০ হাজার ৬২ জন জিপিএ-৫ পেয়েছে।

আরএম/ ৩০ ডিসেম্বর ২০১৭