ক্লাস রুমে ঢুকে শিক্ষককে লাঞ্ছিত করলো ম্যানেজিং কমিটির সদস্য


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-06 18:08:04 BdST | Updated: 2024-05-17 20:06:34 BdST

নারায়ণগঞ্জে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার ফলাফল খারাপ করায় ক্লাস রুমে ঢুকে এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির এক সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শিক্ষক শাহ আলম ভূঁইয়া। বিষয়টি নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

স্বজনদের অভিযোগ, গত ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজি আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে ঢুকে ম্যানেজিং কমিটির সদস্য নূরে ওসমান ইংরেজি শিক্ষক শাহ আলম ভূঁইয়াকে লাঞ্ছিত করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার বিকালে ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় অভিযুক্ত নূর এ ওসমানের শাস্তি দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা জানান, নূরে উসমান ক্লাসরুমে ঢুকে বিনা করণে অপমান অপদস্থ করেছে। প্রশাসনকে জানানোর পরেও তারা এখনো কোন পদক্ষেপ নেয়নি।

ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী সেলিনা আফরোজ বলেন, 'ম্যানেজিং কমিটির লোক একজন শিক্ষকের সঙ্গে এই ধরণের আচরণ আমি জীবনেও দেখিনি। আমি এটার সুষ্ঠু বিচার চাই।'

বিষয়টি সুরাহা করতে ম্যানেজিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষক এম এ গণি বলেন, 'একজন শিক্ষকের অপমান মানে আমার অপমান কারণ সে আমার সহকর্মী। রেজাল্ট হয়তো একটু খারাপ হয়েছে। সেটা আমরা দেখবো।'

ম্যানেজিং কমিটির সভাপতি মইনুল হাসান বাপ্পী বলেন, 'আমি সবকিছু জেনে সুষ্ঠু তদন্ত করে এটার ব্যবস্থা নেবো।'

এ বিষয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন লাঞ্ছনার শিকার শিক্ষক শাহ আলম। তবে, এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: সময় সংবাদ।

এইচজে/ ০৬ জানুয়ারি ২০১৮