'ডারউইনের তত্ত্ব নেহাতই গাঁজাখুরি গল্প'


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-27 08:02:12 BdST | Updated: 2024-05-18 23:03:07 BdST

মানুষ কোথা থেকে এসেছে? স্কুলের পাঠ্যবই খুললেই চোখে পড়বে এককোষী প্রাণী অ্যামিবার কথা। সেখান থেকে অভিব্যক্তির মাধ্যমে বহুকোষী প্রাণী এসেছে। এসেছে হোমো সেপিয়্যান্স বা আধুনিক মানুষ।

অভিব্যক্তির এই আবিষ্কারের জন্য বিখ্যাত চার্লস ডারউইন। কিন্তু ডারইউনের এই মতবাদকে সরাসরি অগ্রাহ্য করেছেন ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী সত্যপাল সিং। তার মতে, নেহাতই গাঁজাখুরি গল্প বানিয়েছেন ডারউইন। এই অভিব্যক্তিও কিচ্ছু না। মানুষের উদ্ভবের অতীতে রয়েছে মানুষই। এর মধ্যে অভিব্যক্তির কোনও মহিমা নেই।

নিজের কথার সমর্থনে এক অদ্ভুত যুক্তি দেখিয়েছেন তিনি। বলেছেন, কেউ কোনও লেখায় উল্লেখ করেনি বা দাদা-দাদির মুখ থেকেও শোনেনি, ডারউইন জঙ্গলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখেছিলেন বনমানুষ মানুষে রূপান্তরিত হচ্ছে।

তিনি আরও বলেন, ডারউইনের গল্প বৈজ্ঞানিকভাবে মিথ্যা। তাই আমাদের স্কুল ও কলেজগুলোতে এটি পড়ানো উচিত নয়। মানুষ পৃথিবীতে এসেছিল মানুষ হিসেবেই। শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ মানুষই রয়েছে। আপনারা হয়তো জানেন না, বিজ্ঞানীরা ৩৫ বছর আগেই একথা প্রমাণ করে দিয়েছেন। সূত্র: কলকাতা২৪.কম

বিডিবিএস্ন