বাংলাদেশি হ্যাকারদের নিয়ন্ত্রণে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট!


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-28 06:53:34 BdST | Updated: 2024-05-18 23:19:42 BdST

প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় ওয়েবসাইটে বার্তাটি চোখে পড়াতে চমকে উঠেছিল সাধারণ ছাত্রছাত্রীরা। কারণ দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইট হ্যাক করে তাতে নিজেদের পরিচয় লিখে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। বিষয়টি জানাজানি হতেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার দমন শাখা। তদন্তে কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করে জানিয়েছে, ''ওয়েবসাইট খুললেই বারবার নজরে আসছিল হ্যাকারদের বার্তাটি। তারা আমাদের ওয়েবসাইটে লিখে দিয়েছিল, 'তোমাদের সিস্টেম এখন আর সুরক্ষিত নয়। দ্রুত মেরামত করো। নতুবা আমরা আবার এখানে ঢুকে পড়বে। আমরা বাংলাদেশি।''

এরপরই তোলপাড় শুরু হয়। ঘটনাটি পুলিশকে জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, হ্যাকাররা কোনো তথ্য চুরি করেনি। এমনকি ওয়েবসাইটের কোনো ক্ষতিও করতে পারিনি। ' পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন, 'আতঙ্কিত হবার কিছু নেই।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কে আহুজা বলেন, 'কিভাবে এমন ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব তথ্য সুরক্ষিত আছে।'

বিডিবিএস