দেশে মোবাইল ফোন গ্রাহক সাড়ে ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-30 01:21:11 BdST | Updated: 2024-05-18 23:47:04 BdST

২০১৭ সালের শেষে দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১৪ কোটিতে। আর ইন্টারনেট ব্যবহারকারী আট কোটি।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার (২৯ জানুয়ারি) সবশেষ গত ডিসেম্বর মাসের পরিসংখ্যান দিয়ে এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজারে পৌঁছেছে। আর ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪ লাখ ৮৩ হাজার।

এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার, রবি’র ৪ কোটি ২৯ লাখ ৮ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ও টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৪ হাজার।

অপারেটরদের দেওয়া ৯০ দিন সক্রিয় থাকা গ্রাহকদের তথ্য নিয়ে পরিসংখ্যানটি তৈরি করেছে বিটিআরসি।

মোবাইল ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজারে এসেছে। আর ওয়াইম্যাক্স ৮৯ হাজার এবং আইপিএস ও পিএসটিএন মিলে গ্রাহক ৫৩ লাখ ৪৪ হাজার।

এইচজে/ ২৯ জানুয়ারি ২০১৮