ব্রেকিং নিউজ নিয়ে ফেসবুকের মহাপরিকল্পনা


টাইমস ডেস্ক | Published: 2018-02-14 16:02:07 BdST | Updated: 2024-05-18 23:28:23 BdST

এখন থেকে বিভিন্ন ব্রেকিং নিউজ পাওয়া যাবে ফেসবুকে। ভিডিও আকারে এসব খবর প্রকাশ করা হবে। এজন্য ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্ম ওয়াচে নতুন একটি ট্যাব চালু করা হবে যেখান থেকে খবরের ভিডিও দেখা যাবে।

ক্যালিফোর্নিয়ায় কোড মিডিয়া কনফারেন্স থেকে এ ঘোষণা দিয়েছে ক্যাম্পবেল ব্রাউন। প্রতিষ্ঠানটি বর্তমানে ফেসবুকের নিউজ পার্টনার হিসেবে কাজ করছে।

খবর প্রকাশের জন্য বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে ফেসবুক। তবে মাধ্যমটি ব্যবহার করে ভুয়া খবরও ছড়াচ্ছে সমানতালে। এ সমস্যা সমাধানে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ফেসবুক।

ফিচারটি চালু করার কথা জানালেও কবে নাগাদ এটি চালু করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি ক্যাম্পবেল ব্রাউন। এতে অংশ নেওয়া মিডিয়া কোম্পানিগুলোর বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

গত বছরের আগস্টে ওয়াচ প্ল্যাটফর্ম চালু করে ফেসবুক। অন্যান্য ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিশেষ করে ইউটিউবের সাথে প্রতিযোগিতায় নামতেই ভিডিও প্ল্যাটফর্মটি চালু করে ফেসবুক।

এসএস/ ১৪ ফেব্রুয়ারি ২০১৮