২০২২ নারী বিশ্বকাপ ক্রিকেটের সূচি ঘোষণা


Dhaka | Published: 2020-12-15 21:22:04 BdST | Updated: 2024-05-19 09:00:43 BdST

পরবর্তী আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে, ২০২২ সালের মার্চ মাসে। সে টুর্নামেন্টের এখনো বাকি প্রায় ১৬ মাস। লম্বা সময় বাকি থাকলেও আইসিসি আগেই সে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সূচি ঘোষণা করে আইসিসি। ২০২২ সালের ৪ মার্চ পর্দা উঠবে নারী বিশ্বকাপ আসরে। টুর্নামেন্টের পর্দা নামবে ৩ এপ্রিল। অনুষ্ঠিত হবে মোট ৩১টি ম্যাচ।

নিউজিল্যান্ডের ৬টি শহরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। তাওরাঙ্গা বে ওভালে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলের।
মোট আটটি দল অংশ নেবে ২০২২ নারী বিশ্বকাপে। ইতিমধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত, এই ৫টি দল নির্ধারিত এই টুর্নামেন্টের জন্য। বাকি তিনটি দল নেয়া হবে বাছাইপর্ব থেকে।

বাকি তিনটি দল বাছাই করা হবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আরেকটি টুর্নামেন্ট থেকে।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী আট দলের প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। রাউন্ড রবিন লিগ পর্বের সেরা চার দলকে নিয়ে পরে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এরপর হবে ফাইনাল মহারণ।