ঢাবি থেকে কুমিল্লা পর্যন্ত বাস রুট চান ডাকসুর সাহিত্য সম্পাদক


ঢাবি টাইমস | Published: 2020-02-09 03:33:49 BdST | Updated: 2024-05-19 05:52:52 BdST

ডাকসুর নির্বাহী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত নতুন বাস রুট চালু করার দাবী জানিয়েছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

শনিবার বেলা সাড়ে তিনটায় ডাকসুর সাধারণ সভায় এ দাবি জানান তিনি।

শয়ন বলেন "বিশ্ববিদ্যালয়ের নরসিংদী, গাজিপুর রুট পর্যন্ত যেতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে। কিন্তু সুপ্রশস্থ ঢাকা-চট্রগ্রাম চার লেন রাস্তা এবং ৬ লেন বিশিষ্ট মেঘনা-গোমতী সেতুর কারণে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত যেতে মাত্র দেড় ঘন্টা সময় লাগে। এই রুট চালু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালীর হাজারো শিক্ষার্থীদের দারুণ উপকার হবে। "

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এসময় বিশ্ববিদ্যালয়ের বাস স্বল্পতার কথা জানালে শয়ন এ ব্যাপারে ব্যবসায়ীদের কাছে বাস স্পন্সরের আহবান জানাবেন বলে জানান। উপাচার্য বিষয়টি তার বিবেচনায় নিয়েছেন বলে জানান।

এ সময় ডাকসুর পরিবহন সম্পাদক শামস ঈ নোমান বিষয়টিতে মাজহারুল কবির শয়নকে সমর্থন দেন।