ঢাবি ক্যাম্পাসের রাস্তা হবে দুবাইয়ের রাস্তার আদলে: ঐতিহ্য


ঢাবি টাইমস | Published: 2020-02-09 09:49:11 BdST | Updated: 2024-05-19 08:45:56 BdST

২৮ বছর পর ডাকসু হওয়ার পর অনেক কাজের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এলাকার সকল রাস্তাঘাট নতুন করে সংস্কার এবং খানাখন্দমুক্ত করার কাজ এগিয়ে নেয়া হয়। এজন্য ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য আট মাস যাবত কাজ করছেন বলে ডাকসুর নির্বাহী সভায় অবহিত করেন। তিনি বলেন ক্যাম্পাসের রাস্তাগুলো হবে দুবাই রাস্তার আদলে।

শনিবার বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ডাকসুর নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ডাকসু হওয়ার পূর্বে মল চত্বরের ভিসি মহাদয়ের চলাচলের রাস্তাটি শুধু মসৃণ থাকতো। এখন মল চত্বর, বঙ্গবন্ধু হল, মুহসীন হল, জহুরুল হক হল, কার্জন হল সহ সকল রাস্তা নতুন করে সংস্কার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। এজন্য তিনি উপাচার্য কে ধন্যবাদ জানান। ক্যাম্পাসের সিটি কর্পোরেশনের রাস্তা এবং সকল ফুটপাত নতুন করে অত্যাধুনিক করা হবে। যা নির্মাণ হবে দুবাই রাস্তার আদলে। এসময় তুমুল করতালি দিয়ে ডাকসু অন্যান্য নেতৃবৃন্দ স্বাগত জানান।

এ প্রসঙ্গে ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য আরো বলেন, লোকে বলে আগে দর্শনধারী তারপর গুণবিচারি। আমরা সেই লক্ষ্যেই ক্যাম্পাস সাজাতে চাই। ক্যাম্পাসের আউটলুক চেঞ্জ করতে হলে নতুন রাস্তাঘাটের বিকল্প নাই। আমি যখন দায়িত্ব ছেড়ে দিব তখন পুরো ক্যাম্পাসে কোন রাস্তাঘাটে খানাখন্দ থাকবে না। সেই সাথে সকল ফুটপাত হবে নতুন, ঝকঝকে।

উল্লেখ্য ডাকসুর এ সভায় আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।