'আমাদের চাওয়া অনতিবিলম্বে ডাকসু নির্বাচন'


ঢাবি টাইমস | Published: 2020-03-11 22:02:15 BdST | Updated: 2024-05-19 03:28:06 BdST

দীর্ঘ ২৮ বছর পর গত বছরের এই দিনে ১১ ই মার্চ অনুষ্ঠিত হয়েছিল ডাকসুর নির্বাচন। তবে অফিশিয়ালি ডাকসুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩মার্চ । কিন্তু পরবর্তী নির্বাচন নিয়ে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ।

পরবর্তী ডাকসু নির্বাচন নিয়ে খোলামেলা কথা না বললেও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলছেন, এটি একটি বিশাল কর্মযজ্ঞ এবং রাষ্ট্রের কন্সার্ন। 

পরবর্তী নির্বাচন নিয়ে উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ডাকসু নির্বাচন যথাসময়ে হওয়া উচিত ।প্রশাসনকে অতি দ্রুত এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, “আমরা যেটা মনে করি, ২৮ বছর পর একটি ডাকসু নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এতেই আত্মতৃপ্ত থাকার সুযাগ নেই। এটিও মনে রাখা উচিত- ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য কোনো করুণা বা বদান্যতা নয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, বিশ্ববিদ্যালয় আইনের অবিচ্ছেদ্য অংশ।

“আমরা চাই ডাকসু নির্বাচন একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হোক। প্রত্যেক বছর আমরা বার্ষিক পরীক্ষা দিই, সেই হিসেবে প্রত্যেক বছর ডাকসু নির্বাচন হবে। আমাদের চাওয়া, ডাকসু নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে অনতিবিলম্বে যাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।”

এদিকে যথাসময়ে ডাকসু নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন ডাকসুর বর্তমান নির্বাচিত নেতৃবৃন্দ।