করোনা: সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের


ঢাবি টাইমস | Published: 2020-03-14 22:37:39 BdST | Updated: 2024-05-19 00:26:15 BdST

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ দাবি জানানো হয়।

ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চালমান থাকায় শিক্ষার্থীদের মাঝে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হোক।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই গণরুমে থাকে। গণরুমে একবার এ ভাইরাস ছড়িয়ে পড়লে সেটি মহামারি আকার ধারণ করবে। এমন শঙ্কা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

শিক্ষার্থীদের মাঝে যেন কোন ভাবেই করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হোক।

প্রসঙ্গত, চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার মানুষের মৃত্য হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশের প্রায় দেড় লাখ মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে।