প্রধানমন্ত্রীর সঙ্গে জলবায়ু সম্মেলনে যাচ্ছেন ছাত্রলীগের ৮ নেতা


Dhaka | Published: 2021-10-31 09:00:40 BdST | Updated: 2024-05-19 05:53:05 BdST

স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬)। এতে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, সাংবাদিক এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ এরই মধ্যে যাত্রা শুরু করেছেন স্কটল্যান্ডর উদ্দেশ্যে।

এই সম্মেলনে অংশ নিতে আগামীকাল রবিবার (৩১ অক্টোবর) যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিনিধিদল। এবার প্রতিনিধিদলে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ ৮ নেতাও। আজ শনিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

তিনি বলেন, তারুণ্যে উদ্দীপ্ত বঙ্গবন্ধু কন্যার নীতি-নির্ধারণ তরুণদের নিয়েই। এ বছর আমরা আমাদের নেত্রীর সফরসঙ্গী হয়ে জলবায়ু সম্মেলনে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমরা আমাদের এ নতুন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছাত্র রাজনীতিতে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার বিষয়টি অন্তর্ভুক্ত করবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাবি শাখা সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছি।

আগামীকাল সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৫ দিনের রাষ্ট্রীয় সফরকালে ফ্রান্সেও যাবেন প্রধানমন্ত্রী।

৩১ অক্টোবর থেকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আয়োজন শুরু হচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগোতে। আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা আছে।

পরে ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে বঙ্গবন্ধুর নামে ইউনিসেফ প্রবর্তিত পুরস্কার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড ইন ক্রিয়েটিভ ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসগোতে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অব পার্টিজের ২৬তম বার্ষিক অধিবেশন হচ্ছে। এতে যোগ দিতে প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদল রবিবার গ্লাসগোর উদ্দেশে রওনা হচ্ছেন।

আগামী ১ ও ২ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনের শীর্ষ বৈঠকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ১ নভেম্বর কপ-২৬ এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। একইদিনে সিভিএফ কমনওয়েলথের একটি যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।