তারেক-জোবাইদার পরোয়ানার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ


DU Correspondent | Published: 2022-11-02 07:02:49 BdST | Updated: 2024-05-18 23:19:23 BdST

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বকশীবাজার মোড় থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস অভিমুখে শিববাড়ী মোড় হয়ে পুনরায় বকশীবাজার এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে খোরশেদ আলম সোহেল বলেন, অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র করে আসছে। এসব করে তারেক রহমানের জনপ্রিয়তাকে এক বিন্দুও ক্ষুণ্ণ করতে পারেনি এবং পারবেও না। বরং তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, এই নিশিরাতের লুটেরাজ সরকার দেশনায়ক তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় ও গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে আবারও প্রমাণ করল এই সরকার নিজেরা আজ দেশের সব টাকা পাচার করে, রিজার্ভ শূন্য করে তারা তাদের অপকর্মকে ঢাকতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. মশিউর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দীন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, শামীম আক্তার শুভ, আবু হান্নান তালুকদার, ইউসুফ হোসেন খান, সৈকত মোর্শেদ, নাজমুস সাকিব, কাইয়ুম উল হাসান, শাহিনুর রহমান শাহিন, আজিজুল হক, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।