ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ৭ দফা দাবি


টাইমস অনলাইনঃ | Published: 2018-08-14 20:29:07 BdST | Updated: 2024-05-19 17:57:22 BdST

সেশনজট থে‌কে মু‌ক্তি, দ্রুত পরীক্ষা হওয়া সহ ৭ দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান।

দাবিগুলো হলো-
প্রত্যেক বর্ষের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করতে হবে, পরীক্ষার ফলাফল ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে, যেসব বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তা চলতি মাসে ফল প্রকাশ করতে হবে, প্রত্যেকটি পরীক্ষা গ্রহণের এক মাস পূর্বে রুটিন প্রকাশ করতে হবে, একা‌ডে‌মিক ক্যা‌লেন্ডার প্রকাশসহ দ্রুত সেশনজট নিরসন করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এই ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার ১৭ মাস অতিক্রান্ত হওয়ার পরেও ঢাবি কর্তৃপক্ষ ৬টি বর্ষের ফলাফলসহ ৪টি বর্ষের পরীক্ষা গ্রহণ করতে পারেনি।’

তারা জানান, ‘ডিগ্রী ২০১২-১৩ সেশনের তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা না হলে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবে না।’

বক্তারা আরও বলেন, ডিগ্রী ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা গত মে মাসে শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না। এটি প্রায় ২৪ মাসের সেশনজো‌টে আটকে আছে। পরীক্ষা না হওয়ার কারণ এখন পর্যন্ত ঢাবি কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশও প্রকাশ করেনি। এ ছাড়া অনার্স ও ডিগ্রী ২০১৩-১৪ সেশনের তৃতীয় বর্ষ প্রায় ১৭ মাস এবং ডিগ্রী ২০১৬-১৭ ‌প্রথম বর্ষ ১৭ মাস সেশন জটে আটকে আছে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা ক‌লেজ, ইডেন কলেজ, কবি নজরুল ইসলাম কলেজসহ ৭ কলেজের ছাত্র-ছাত্রীরা।