নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬ জন রিমান্ডে


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-10 13:25:00 BdST | Updated: 2024-05-20 22:17:06 BdST

বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে ছয় আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (০৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার দাস ৯ আসামিকে হাজির করেন। এর মধ্যে ছয় আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন এবং এক আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ ছাড়া বাকি দুই আসামির স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক ছয় আসামির দুদিন করে রিমান্ড দেন এবং অগ্রণী স্কুলের ইংরেজি শিক্ষক গোলাম মোহাম্মদ বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাহমুদুল হাসান জানান, রিমান্ডকৃতরা হলেন- বিএডিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, ৩৬তম বিসিএসে নন ক্যাডার পদে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ইব্রাহিম, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ আইয়ূব আলী বাঁধন, পিওন আনোয়ার হোসেন মজুমদার, নুরুল ইসলাম ও পিওন হাসমত আলী শিকদার।

অন্যদিকে মূল হোতা বিকেএসপির সহকারী পরিচালক অলিপ কুমার বিশ্বাস ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ও ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক হোসনে আরা বেগম ঢাকা মহানগর হাকিম দেলওয়ার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়।

নথি থেকে জানা যায়, বুধবার দিবাগত রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে সিআইডি। এর পরে তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

টিআই/ ১০ আগস্ট ২০১৮