মগবাজারে ছাত্র অপহরণে গৃহশিক্ষক গ্রেফতার


টাইমস ডেস্ক | Published: 2018-08-25 23:36:01 BdST | Updated: 2024-05-20 23:10:18 BdST

রাজধানীর মগবাজারের মধুবাগ থেকে ছাত্র অপহরণের অভিযোগে মাইনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩-এর একটি দল।

শুক্রবার বিকালে ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৩-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মাইনুলের বাড়ি নোয়াখালীতে। তিনি সোনাপুরের একটি মাদ্রাসার শিক্ষক। র‍্যাব সূত্রে জানা গেছে, ঢাকায় থাকতে শিশু সামিরকে প্রাইভেট পড়াতেন মাইনুল। এ সুবাদে তার পরিবারের সঙ্গে ভাব হয়ে যায় মাইনুলের।

পরে চাকরি নিয়ে মাইনুল নোয়াখালীতে চলে গেলেও ফোনে যোগাযোগ রাখতেন তিনি। সামিরের বাবা কাওসার আহমদ মাইক্রোবাসচালক।

রবিউল ইসলাম বলেন, সামিরকে অপহরণের পরিকল্পনা করে ঈদের পরদিন ঢাকায় আসেন মাইনুল। ওই দিন বিকালে সামির তাদের বাড়ি মধুবাগের মাঠে খেলছিল। বিকালে খেলার সময় সামিরকে ফুসলিয়ে খেলা থেকে সরিয়ে আনেন মাইনুল।

তারপর তাকে নিয়ে পালিয়ে যান। ঢাকার একটি বাসায় রেখে মাইনুল সামিরের বাবা কাওসারের মাইক্রোবাসে একটি চিরকুট ফেলে যান। চিরকুটে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুটি মোবাইল ফোন নম্বর লিখে রাখেন মাইনুল। কাওসার পরে র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেন।

মাইনুল ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি হলে মাইনুল বিমানবন্দর রেলস্টেশনে আসতে বলেন কাওসারকে। সেখানে মাইনুলকে গ্রেফতার করে র‍্যাব।

রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকালে কাওসার টাকা নিয়ে এলে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন মাইনুল। পরে মোবাইল ফোন ট্র্যাক করে মাইনুলকে শনাক্ত করা হয়।

এসএম/ ২৫ আগস্ট ২০১৮