স্কুলছাত্রীর আপত্তিকর ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দিলো শিক্ষক


টাইমস প্রতিবেদক | Published: 2018-05-05 22:16:25 BdST | Updated: 2024-05-20 22:50:01 BdST

কুষ্টিয়ায় শিক্ষকের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ঐ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

স্বজনরা জানান, গত ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার একটি স্কুল থেকে মেহেরপুরের মুজিবনগরে শিক্ষা সফরের আয়োজন করা হয়। এ সময় স্কুলটির সহকারী শিক্ষক মখলেসুর রহমান কৌশলে ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি তোলেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনার বিচার চেয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন স্বজনরা।

ডিএমডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, 'আপত্তিকর ছবি তোলার কারণে মোখলেসুর রহমানকে আমরা সাময়িকভাবে বহিষ্কার করেছি।'

এদিকে, ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ দারা খাল বলেন, 'একটা ছবি ভাইরাল হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, এটা কে করেছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।'

এইচজে/ ০৫ মে ২০১৮