ডিইউডিএসের বার্ষিক মুখপত্র 'প্রতিবাক' প্রকাশ


ঢাবি টাইমস | Published: 2019-11-19 07:02:12 BdST | Updated: 2024-05-19 01:01:15 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(ডিইউডিএস) এর বার্ষিক মুখপত্র "প্রতিবাক" প্রকাশিত হয়েছে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত টিএসসির সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী এই সংগঠনটি প্রতিবছর তাদের সারা বছরের কার্যক্রমের সচিত্র বিবরণ ও দেশবরেণ্য লেখক,গবেষক,শিক্ষাবিদ,সাহিত্যিক,বুদ্ধিজীবী, পেশাজীবী ও রাজনীতিবিদদের লেখা দিয়ে এই বিশেষ ম্যাগাজিনটি প্রকাশ করে থাকে।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে সংগঠনটির বিদায়ী সভাপতি এস.এম রাকিব সিরাজীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড.আতিউর রহমান,সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাবু অসীম কুমার উকিল এমপি,ডিইউডিএসের চীফ মডারেটর অধ্যাপক ড.মাহবুবা নাসরীন,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ডিইউডিএসের অন্যতম প্রতিষ্ঠাতা সুভাষ সিংহ রায়,৯০ এর দশকের খ্যাতিমান বিতার্কিক ও কবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ফজলে হুদা আকন্দ বাবুল, মডারেটর শান্তা তাওহীদা প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে ডিইউডিএসের ঐতিহ্য অনুযায়ী এ বছর ডিইউডিএসের আজীবন সদস্য সম্মাননা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিতর্ক ক্লাব "বিতর্ক একটি তার্কিক সংগঠন" এর প্রতিষ্ঠাতা সুভাষ সিংহ রায় ও কবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ফজলে হুদা আকন্দ বাবুলকে।বেলা তিনটার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ডিইউডিএসের ২০১৮-১৯ কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

সংগঠনটির বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমূতি আসাদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের বিতার্কিকরা অংশগ্রহণ করে।