ঢাবিতে ডাকসুর উদ্যোগে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন


ঢাবি টাইমস | Published: 2019-12-11 02:59:30 BdST | Updated: 2024-05-19 02:26:35 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা।

আজ ১০ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্তরে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান, প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র, প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম, ডাকসুর কোষাধ্যক্ষ শিবলী রুবাইয়াতুল,বিশিষ্ট প্রকাশক মাজহারুল ইসলাম অন্য প্রকাশ,ওসমান গণী আগামী প্রকাশক, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সহ ডাকসুর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ভোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড.আক্তারুজ্জামান বলেন, এধরণের বইমেলা শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বৃদ্ধি করবে। মানুষের বই পড়ার এবং বইয়ের মাধ্যমে মুক্তির আন্দোলন গড়ে তুলতে পারে এধরণের বইমেলার মাধ্যমে।আগামীতে বইমেলার এই আয়োজন চালু রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের প্রধাণ অতিথি শাহরিয়ার আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার এই ডাকসুর কার্যক্রম সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ডাকসুর মাধ্যমে এধরনের বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চার ধারা অব্যাহত রাখবে। বাংলা সাহিত্য চর্চার বাধাবিপত্তি রুখে দিবে এধরণের বইমেলা।

৭ দিন ব্যাপী এই বইমেলা ১০-১৬ ডিসেম্বর সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। বইমেলায় প্রায় ৬০টির মতো স্টলে পাওয়া যাবে বাংলা সাহিত্য,বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সহ অনেক দুর্লভ বই সুলভ মুল্যে পাওয়া যাবে।