বইমেলায় আসছে 'সোনার তরীর শ্রেষ্ঠ মাঝি প্রিয় বঙ্গবন্ধু'


Dhaka | Published: 2020-01-24 05:06:20 BdST | Updated: 2024-05-19 01:01:18 BdST

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে (অমর একুশে বই মেলা ২০২০) ইন্তামিন প্রকাশনা হতে প্রকাশিত হচ্ছে আজহারুল কবির নিলয়ের প্রথম কাব্যগ্রন্থ "সোনার তরীর শ্রেষ্ঠ মাঝি প্রিয় বঙ্গবন্ধু"।

বইটি বের করছে ইন্তামিন প্রকাশন। মেলায় বইটি পাওয়া যাবে ‘ইন্তামিন প্রকাশনার স্টলে’।

কাব্যগ্রন্থটি প্রসঙ্গে আজহারুল কবির নিলয় বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বিশ্বমানবতার অন্যতম শ্রেষ্ঠ মুক্তির নেতা, বাঙালির জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কিছু আলাপন। তার সাথে সাথে চারপাশে হাজারো বাস্তবতার সমাহারের মাঝে কিছু বাস্তবতাকে মনের গহিনে নিয়ে গভীর চিন্তন। তার থেকেই প্রেম, বেদনা, বিচ্ছেদ, ভালোবাসার রং নিয়ে মনের ক্ষুধা নিবারণের লাগি কিছু লেখন।আরো কিছু স্বপ্নপুরীর স্বপ্ন পূরণ,দূরাকাশে মুক্ত পাখির মত স্বাধীনতার বিমূর্ত স্বাদ গ্রহণ, মুক্তিযুদ্ধকে নিয়ে গভীর চিন্তন, সমাজ সংস্কারে তারুন্যের তেজ ও সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে কিছু লেখন।

তিনি আরও বলেন “এই জগতের বেশুমার ঘটনাবলিকে অন্তর চক্ষু দিয়ে পর্যবেক্ষণ থেকে শুরু তারপর নিজের সাথে নিজের কথা বলা, নিজের মনের সাথে নিজের কিছু সংলাপের আদান-প্রদান ও বোঝাপড়া। সর্বোপরি নিজের মনের গহিনের অব্যক্ত ক্ষুধা নিবারণের লাগি সাদা কিংবা রঙিন কাগজে ২/৪ টা কথার লিপিবদ্ধ করণের মধ্য দিয়ে শুরু করেন সাহিত্য জগতে পদচারণ।

কবি আজহারুল কবির নিলয় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গ্যানাইজ্শন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত। তিনি অনেক গুলো সামাজিক সহযোগী কার্যক্রমে সংযুক্ত আছেন। এর মাঝে উল্লেখযোগ্য হলো:- সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, বিজয় একাত্তর হল শাখা। সাংগঠনিক সম্পাদক, বিজয় একাত্তর হল সাহিত্য সংসদ,ঢাকা বিশ্ববিদ্যালয়। সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ স্টুডেন্টস্ ফ্যামিলি(ঢাবি,ঢামেক,বুয়েট)।মানব সম্পদ বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী, বিজসার্চ, এফ.বি.এস. রিসার্চ ক্লাব(ঢাকা বিশ্ববিদ্যালয়)।