অমর একুশে গ্রন্থমেলায় ইসকনের স্টল


ঢাবি টাইমস | Published: 2020-02-04 11:49:15 BdST | Updated: 2024-05-19 09:15:17 BdST

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ স্টল বরাদ্দ পেয়েছে বহুল আলোচিত ও সমালোচিত সংগঠন ইসকন। বইমেলার ৭৪ নম্বর স্টল বরাদ্দ দেয়া হয়েছে ইসকনকে।

এখানে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ এবং ইসকন নেতাদের লেখা বই পাওয়া যাচ্ছে। ইসকনের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক মতবাদ পরিচর্যার অভিযোগ রয়েছে।

তবে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।

অনেকে বলছেন সাম্প্রদায়িক কোন সংগঠন কেই স্টল বরাদ্দ দেওয়া উচিত নয়।

আবার কেউ কেউ বলছেন সকলকেই তাদের মতাদর্শ প্রচারের সুযোগ দিতে হবে । যদি না সে মতাদর্শ দেশ ও মানবতাবাদ এর বিরুদ্ধে হয়।

২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় বাংলা একাডেমিতে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ | উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এদিন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ও হস্তান্তর করা হয়।