বইমেলায় ঢাবি শিক্ষার্থীর 'সমতাই কি জাস্টিস?'


ঢাবি টাইমস | Published: 2020-02-07 06:23:49 BdST | Updated: 2024-05-19 06:38:53 BdST

বর্তমান সময়ে অনেকের বিশেষত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মনে বহু প্রশ্ন জাগে। কিন্তু উত্তর মেলে না। কে আবার কী মনে করবে ভেবে কাউকে জিজ্ঞেস করতেও শংকাবোধ হয়। প্রশ্নগুলো অনেকটা এরকম:

পুরুষের অর্ধেক সম্পত্তি কেন নারীর- এটা কি বৈষম্য নয়, জান্নাতে পুরুষের জন্য হুর থাকলে নারীর জন্য কী থাকবে, নারীরা কেন পুরুষের নামাজের ইমামতি করতে পারবে না, কোনো নারীনবী নেই কেন, বহুবিবাহে কি কেবল পুরুষের স্বার্থে, নারীইবা কেন বহুবিবাহ করতে পারবে না, নারী-পুরুষ উভয়ের পর্দা হলে নারীর কথাই কেন আসবে, ইসলামে স্ত্রীর ডিভোর্স দেবার বিধান আছে কিনা? ইত্যাদি।

এমন প্রশ্নগুলো হয়তো আপনার মনেও জেগেছে কখনো কখনো। বন্ধুদের আড্ডায়ও এসে যেতে পারে টপিকগুলো। নিজে নিজে হয়তো ল্যাপটপের সামনে বসে গুগলিং করেছেন, লাইব্রেরি ওয়ার্ক করেছেন অথবা ফ্রেন্ডসার্কেলেও আলোচনা হয়েছে।

কেউ কেউ উত্তর দেবার চেষ্টা করলেও মনঃপুত হবার মতো উত্তর দিতে পারেন নি। তাই প্রশ্নগুলো প্রশ্নই রয়ে গেছে। একসময় হয়তো ভেবেই নিয়েছেন- এর উত্তর বোধহয় কারোই জানা নেই। এসব শুধুই বিশ্বাসের, যুক্তির বাইরে।

মনে জমে থাকা সেই প্রশ্নগুলোকে মলাটবদ্ধ করেছেন লেখক। প্রচুর রেফারেন্স সম্বলিত যৌক্তিক আলোচনা করেছেন তিনি। বইটি আগামীকাল শুক্রবার (৭.২.২০) থেকে পাওয়া যাবে অমর একুশে বইমেলার শহিদ সোহরাওয়ার্দী উদ্যানস্থ 'চর্চা গ্রন্থ' প্রকাশের প্যাভিলিয়নে। স্টল নং- ৩৪৮-৪৯।

উল্লেখ্য, লেখক 'ইয়াকুব আলী' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের মাস্টার্সের শিক্ষার্থী। যিনি এবার ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতির থেকে 'গোল্ড মেডেল' পেয়েছেন।