ডাকসুর আয়োজনে ঢাবিতে আসছেন সাদাত হোসাইন


ঢাবি টাইমস | Published: 2020-02-16 04:37:27 BdST | Updated: 2024-05-19 06:38:56 BdST

বইমেলায় তাকে কেন্দ্র করে উপচে পড়া ভীড়। প্রতিদিন তাকে দেখার জন্য হাজারো মানুষ মেলা প্রাঙ্গণে সমবেত হয়। এই মাসের শুরুতে কোলকাতা বইমেলা প্রাঙ্গণ মাতিয়ে অমর একুশে বই মেলায় সময় দিচ্ছেন প্রায় প্রতিদিন।

কল্পনার নির্যাস থেকে হতাশাকে লেখনীর শক্তিতে রূপ দেয়া এ প্রজন্মের প্রতিথযশা লেখক সাদাত হোসাইন। নিজের ভেতরে জমাট থাকা অসংখ্য গল্পকে কখনো অন্দরমহল কখনোবা আরশিনগরের কাগজের মোড়কে উন্মোচিত করেছেন পাঠকের কাছে।

ফটোসাংবাদিকতাকে কেন্দ্র করে লেখক হয়ে ওঠার গল্পের প্রারম্ভ হলেও অমর একুশে গ্রন্থমেলায় একসময়ের তরুণ লেখক পরিচিতিকে ছাপিয়ে একের পর এক বেস্ট সেলারের অভিজ্ঞতা তার ভবিষ্যৎ যাত্রার অনুপ্রেরণা হয়ে ওঠেছে। বাংলা সাহিত্যের একবিংশ শতাব্দীর অনন্য এক নক্ষত্রের নাম সাদাত হোসাইন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু ) সাহিত্যের এই বরপুত্রকে মুখোমুখি করতে যাচ্ছে সাহিত্য অনুরাগী শিক্ষার্থীদের মাঝে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২০। ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে, বিকেল ৩ টায়। সাহিত্যের এই আড্ডা আগে আসলে আগে সুযোগ পাবেন ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত।