যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর, সম্পাদক নাদিম


Dhaka | Published: 2021-12-07 08:17:12 BdST | Updated: 2024-04-29 22:50:12 BdST

সোমবার ০৬/১২/২০২১ ইং তারিখ সকাল ১১.৩০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ' বাংলাদেশ যুব অধিকার পরিষদ 'এর কাউন্সিল উপলক্ষে বিশেষ আলোচনা সভা ' জাতি গঠনে যুব সমাজের ভূমিকা ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।'বাংলাদেশ যুব অধিকার পরিষদ ' এর কাউন্সিল ২০২১ উপলক্ষে এ বিশেষ আলোচনা সভার আয়োজন করে যুব অধিকার পরিষদ।

আলোচনা সভায় ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, 'যেখানে নির্বাচন ও ভোট নিয়ে দেশের মানুষ আস্থাহীনতায় ভুগছে,দেশে নির্বাচনের নামে সহিংসতা চলছে। মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্র কবর দেওয়া হয়েছে। সেখানে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যুব অধিকার পরিষদের কাউন্সিল কিছুটা হলেও দেশের মানুষকে তাদের ভোটাধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠায় উদ্ধুদ্ধ করবে। স্বৈরাপতন দিবসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যুব অধিকার পরিষদের নেতৃত্বে বাছাই বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও একটা শক্ত বার্তা। যা অনন্য দল ও সংগঠনের মধ্যেও গণতন্ত্র চর্চার পথ উন্মুক্ত করবে।

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ' বিনা ভোটের সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। ছাত্র, যুবকদের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা ও মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে যুব অধিকার পরিষদের কাজ করবে বলে আশা রাখি। '

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'দেশের সংকট উত্তরণে সকলকে রাজপথ নামতে হবে। সুষ্ঠু নির্বাচন ও দেশের সংকট উত্তরণে অন্তত দু'বছরের জন্য সকলকে নিয়ে একটা জাতীয় সরকার করা দরকার। যারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে। ছাত্র,যুব, অধিকার পরিষদের এই গণতান্ত্রিক চর্চা আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখবে। ছাত্র,যুবকদের মধ্যেই আমি বাংলাদেশের ভবিষ্য দেখি। '

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন ,দেশের অধিকাংশ বুদ্ধিজীবীরা যেখানে পদলেহনে ব্যস্ত সেখানে নুরের মত প্রতিবাদীরাই আমাদের আশা দেখায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে। পাকিস্তানিদের যে শোষণ,বৈষম্য, বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা সেটা পেয়েছি? ' মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ছিলাম, দেশের জন্য কাজ করেছি। আজকেও প্রয়োজনে আপনাদের সাথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে থাকবো।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক মুহাম্মদ আতাউল্লাহর সভাপতিত্ত্বেও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ রাশেদ খান,ফারুক হাসান,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার,ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান ও সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম।