প্রশ্নফাঁসের অভিযোগে ড্যাফোডিলের দুই শিক্ষার্থী আটক


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-17 01:11:07 BdST | Updated: 2024-05-21 01:09:14 BdST

রাজধানীর ইন্দিরা রোড থেকে এএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা, চারটি মোবাইল সেট এবং প্রশ্নপত্র জব্দ করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- মোঃ রেদোয়ান আহম্মদ এবং মোঃ বেলাল হোসাইন। এর আগেও তারা বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাব -২ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ফিরোজ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইন্দিরা রোডের ওরিয়েন্টাল কলেজ গেইটের ২৫/বি, মাসুদ টেলিকম নামের বিকাশ দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা দু’জনই বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ধানমন্ডি শাখায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ নবম ও দশম সেমিষ্টারের শিক্ষার্থী তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে ফেসবুক, মেসেঞ্জার ও এর Chemistry- 2018 Group এর সাথে দুজনে যুক্ত হন। পরে Chemistry- 2018 Group এর এডমিন এর মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণরত শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ নিয়ে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে যুক্ত হন।

ফিরোজ কাউসার বলেন: এর আগেও তারা বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এসএম/ ১৬ ফেব্রুয়ারি ২০১৮