ইবিতে প্রগতিশীল ছাত্রসমাজের বিক্ষোভ ও সমাবেশ


আহসান নাঈম | Published: 2019-10-10 09:02:46 BdST | Updated: 2024-05-19 19:56:32 BdST

বুয়েটের তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীর সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রসমাজ।

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রসমাজের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে গিয়ে মিলিত হয়। এসময় তারা আবরার হত্যার সাথে জড়িতদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার দাবি জানায়।

এছাড়াও তারা আবরারের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ¦লন ও আত্মার মাগরিফাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুন্নবী সবুজ, সাধারণ সম্পাদক জি কে. সাদিক ও ছাত্র মৈত্রীর সহ-সভাপতি শামিমুল ইসলাম সুমন। এসময় ছাত্রসমাজের নেতারা আবরার হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করা, দেশের সকল পাবলিক বিশ^বিদ্যালয় থেকে ক্ষমতাশীনদের হলের সিট বানিজ্য বন্ধ করার দাবি জানায়।

এদিকে আন্দোলন থামাতে বিক্ষোভ শুরুর পরে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে দেয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও প্রধান ফটকের বাহিরে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. নাছির আযহারী বলেন, ‘অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করে কর্তৃপক্ষ। তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন সমাপ্ত করেছে তারা।’

টিআর/ ০৯ অক্টোবর ২০১৯