ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে পাশের হার ১১ শতাংশ


আহসান নাঈম | Published: 2019-11-17 06:50:18 BdST | Updated: 2024-05-19 21:44:45 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার শতকরা ১১ শতাংশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর- রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান জানান, ‘সি’ ইউনিটে এ বছর ৪৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৩০জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩৬ জন শিক্ষর্থী।

ভর্তি পরীক্ষার ফলাফল মুঠোফোনে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

ফলাফল হস্তান্তর কালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রউপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচজেড/ ১৬ নভেম্বর ২০১৯