শেওড়াপাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধর


ঢাবি টাইমস | Published: 2020-03-07 22:58:00 BdST | Updated: 2024-05-19 12:23:50 BdST

শেওড়াপাড়ায় ঢাবির গণিত বিভাগ এর দ্বিতীয় বর্ষের ফয়সাল নামের এক শিক্ষার্থীকে তেতুলিয়া পরিবহন এর ড্রাইভার হেল্পার মিলে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার বিকালের দিকে এই ঘটনা ঘটে।

ডাকসুর সংকৃতিক সম্পাদক আসিফ তালুকদার জানান, 
ও যে বাসায় পড়াতে যায় সেই ছাত্রের ভাই এর সাথে আছে৷ আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের আকাশও সাথে আছে৷ তার সাথে আমার কথা হয়েছে৷ ছেলেটিকে সোহরাওয়ার্দী মেডিকেলে প্রথমিক চিকিৎসা দেওয়ার পরে কাফরুল থানায় নিয়ে যাওয়া হবে মেডিকেল সার্টিফিকেট সহ৷ কারণ ড্রাইভার হেল্পারকে কাফরুল থানায় নেওয়া হয়েছে৷ তাদের নামে মামলা হবে৷ কাফরুল থানার ইনভেসটিগেসন অফিসার কামরুল তার সাথেও আমার কথা হয়েছে। 

"অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

এদিকে চিকিৎসা দেয়ার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে আহত ফয়সালকে।

এ বিষয়ে কাফরুল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ সামাদ মিয়া জানান, হাফ ভাড়া নিয়ে ঢাবি শিক্ষার্থী ও তেতুলিয়া পরিবহনের হেল্পারের মধ্যে কথাকাটির এক পর্য়ায়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে তারা দুজনই আহত হয়েছেন। বিষয়টি মিমাংসা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী এসেছে এবং তেতুলিয়া পরিবহনের ম্যানেজার এসেছে। আমরা উভয় পক্ষকে নিয়ে থানায় যাচ্ছি। সেখানে তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করা হবে।