শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে ঢাবি ভিসিকে ছাত্রলীগের স্মারকলিপি


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2020-12-13 23:26:16 BdST | Updated: 2024-05-20 21:01:18 BdST

আবাসিক হল খুলে পরীক্ষা শুরু করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের অফিস কক্ষে স্মারকলিপি তুলে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই স্নাতক সমাপনী বর্ষ ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে তা একটি অযৌক্তিক সিদ্ধান্ত। অবিলম্বে এ সিদ্ধান্ত পরিহার করে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করার জন্য উচিত।

তিনি আরো বলেন, পরীক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে, সঠিক রুপকল্প ও বিভিন্ন স্তরে পরীক্ষা গ্রহণ করা বাস্তবসম্মত, ন্যায়ানুগ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মর্যাদার জন্য উত্তম সমাধান। অনতিবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে, শিক্ষার্থীদের স্বার্থ-প্রত্যাশা-অধিকারের আলােকে হল খুলে দিয়ে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানাই।