জামায়াত নেতার বাসা থেকে কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক সম্পাদক গ্রেফতার


Dhaka | Published: 2020-12-15 19:08:21 BdST | Updated: 2024-05-20 20:50:08 BdST

সাংবাদিকদের উপর হামলা ও মারপিটের মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাবু পাড়া এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক জামায়াত নেতা আবু তালেব রওশনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। সাদ সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মওলা মন্ডলের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ৬ ডিসেম্বর কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় সংবাদ সংগ্রহকালে একটি বেসরকারি টিভি চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও তার ক্যামেরাম্যানের উপর হামলা করে মারপিট করে সাদ ও তার সমর্থকরা।

ঘটনায় দেবেশ চন্দ্র সরকার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ সাদকে গ্রেফতার করেছে। এছাড়া সাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতাসহ নানা অভিযোগ রয়েছে।

পাটিকাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সফর আলী বলেন, আবু তালেব রওশনের বাড়ি পাটিকাবাড়িতে।

তিনি জামায়াতের জেলা পর্যায়ের নেতা। চাকুরি সুত্রে আলমডাঙ্গাতে থাকেন।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ‘সাংবাদিক নির্যাতনের মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদকে আলমডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন শিক্ষকের বাড়িতে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।