কক্সবাজারে লাখো পর্যটক


টাইমস ডেস্ক | Published: 2018-08-25 03:19:03 BdST | Updated: 2024-05-19 04:20:44 BdST

ঈদের আনন্দে উৎসবের শহরে পরিণত হয়েছে কক্সবাজার। ভোর থেকে সৈকতের পানিতে জলকেলিতে মেতেছে লাখো পর্যটক। তবে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদে সাগরে নামতে নির্দেশনা দিয়েছে লাইফ গার্ড ও জেলা প্রশাসন।

লাখো পর্যটকের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ছয়টি পয়েন্ট। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পর্যটকদের ভিড়। অনেকেই পরিবার পরিজন নিয়ে দেশের দূর দূরান্ত থেকে এখানে এসেছেন ঈদের ছুটি কাটাতে।

দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরো সৈকত এলাকা। এমনকি ভাটার সময় সাগরে নামার নিষেধাজ্ঞা থাকলেও তা মানেনি কেউ।

পর্যটকের ভিড় সামাল দেয়ার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে যেমন টুরিস্ট পুলিশ তৎপর ছিলো, তেমনি দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় ছিলো লাইফগার্ড কর্মীরা।

কক্সবাজার শহরের বাইরে ইনানী এবং হিমছড়ি সৈকত এলাকাতেও ছিলো পর্যটকদের একই রকম ভিড়।

এমএন/ ২৪ অাগস্ট ২০১৮