বন্ধুদের সঙ্গে একদিন


Prothom-alo.com | Published: 2017-08-13 05:48:24 BdST | Updated: 2024-05-10 09:34:17 BdST

অধ্যাপক তাহমীনা বেগম: আমাদের মেডিকেল কলেজের এম-১৩-এর বন্ধুরা একত্র হয়েছিলাম কিছুদিন আগে। ৪৬ জন বন্ধু তাদের পরিবারের সদস্যদের নিয়ে এসেছিল। সারা দিন স্মৃতিচারণা, আড্ডা, ছবি তোলা, হইচই, একসঙ্গে খাওয়া—সব মিলিয়ে খুব আনন্দময় একটা দিন আমরা কাটিয়েছি। সবার ছেলেমেয়ে বড় হয়ে গেছে, পড়াশোনার শেষ পর্যায়ে, কেউবা চাকরি করছে। কীভাবে যেন জীবনের ৩৫ বছর কেটে গেল—আহা! মনে হয় এই সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শীতার্ত সকালে লেকচার ক্লাস। সকাল, সন্ধ্যায় ওয়ার্ডে রোগী দেখা আর প্রায় প্রতিদিন আইটেম পরীক্ষা। সময় পেলে একসঙ্গে শহরে ঘোরা, সিনেমা দেখা, সেই হোস্টেলের আড্ডা। কত কথা, কত আনন্দ, কত ভালো লাগা, হৃদয় ভরা আমাদের স্মৃতিতে স্মৃতিতে। সেই কত পুরোনো কথা যেন এই জীবনের...আলোর আর এক জীবন। কত প্রিয় বন্ধুরা অনন্তের পথে চলে গেছে।
জীবনের অনেক বছর পার হয়ে গেলেও আমাদের বন্ধুত্ব সে রকমই রয়ে গেছে। সেদিনের সারা দিনের আড্ডায় আমরা হারানো বন্ধুদের কথা মনে করেছি। পুরোনো দিনের স্মৃতি আকাশে আমাদের ডানা মেলেছে। বারবার মনে হয়েছে আর একবার আয় রে সখা প্রাণের মাঝে আয়...। আমরা অনুভব করেছি, বন্ধুত্বের চেয়ে পৃথিবীতে মূল্যবান কিছুই নেই।
এই ব্যস্ততার জীবনে মাঝেমধ্যেই দরকার এ রকম ছোটবেলার বন্ধুদের সঙ্গে সময় কাটানো, হারানো দিনে ফিরে যাওয়া, পুরোনো স্মৃতি রোমন্থন করা। মাঝেমধ্যে প্রাণে বন্ধুত্বের পরশ নেওয়ার প্রয়োজন জীবনে একঘেয়েমি কাটানোর জন্য।
শরীরের মনের এক দিনের বিশ্রাম আমাদের প্রতিদিনের কাজকে সহজ করে, আমাদের প্রতিদিনের বেঁচে থাকা হবে আনন্দময়। যেমন নজরুল বলে গেছেন, ‘কর্মে যদি বিরাম না রয় শান্তি তবে আসতো না/ ফলবে ফসল—নইলে নিখিল নয়ন-নীড়ে ভাসতো না।’

 

 এমএসএল