বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের করণীয়


Dhaka | Published: 2019-11-29 23:35:22 BdST | Updated: 2024-05-05 22:36:50 BdST

ইতিমধ্যেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি থেকে শুরু হবে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস। শিক্ষার্থীরা উঠবেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে। সে ক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থীরা নানান সমস্যার সম্মুখীন হন এবং তারা কিভাবে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করা প্রয়োজন তা বুঝতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনুধাবনে না থাকায় মুখোমুখি হতে হয় নানান সমস্যার। নানান দিক বিবেচনা করে ক্যাম্পাস টাইমস প্রতিবেদক শাহিন আব্দুল্লাহ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য করণীয় লিখেছেন।

১। বিশ্ববিদ্যালয় থেকে দেয়া সকল কাগজপত্র সংরক্ষণ। সকল প্রশংসাপত্র , মার্কশিট, গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি ফাইলে রাখা।

২। প্রথম থেকেই ভালো ফলাফল করার লক্ষে পড়াশুনা করা। শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থাকা।

৩। সময়ের কাজ সময়ে করা। রুমে বসে অলস সময় না কাটিয়ে সহপাঠীদের সাথে সময় দেওয়া।

৪। প্রয়োজনের অতিরিক্ত আড্ডা না দেয়া। সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সচেতন থাকা।

৫। দেশী-বিদেশী বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করা

৬। সিনিয়রদের পরামর্শ নেয়া। তবে অন্ধভাবে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের অনুসরণ করা যাবে না।

৭। ক্যারিয়ার গোল নির্দিষ্ট করা। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া।

৮। দৈনিক একটি করে হলেও ইংলিশ ও বাংলা পত্রিকা পড়া।

৯। প্রতিটি কোর্স ভিত্তিক একটি করে হলেও টেক্সটবুক ক্রয় করা এবং তা পড়ে সংরক্ষণে রাখা ।

১০। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হওয়া।

১১। আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয়ার জন্য বিভিন্ন সাইটে খোঁজ রাখা।

১২। ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য নিয়মিত ইউটিউবে ইংলিশ কনভারসেশন দেখা ও শুনা।

১৩। বিশ্ববিদ্যালয়ের সকল সহপাঠীদের সঠিক মূল্যায়ন করা। কাউকে ছোট না ভাবা।

১৪। ইংরেজি ছাড়াও অন্য যেকোন একটি ভাষায় দক্ষতা অর্জনে সচেষ্ট থাকা। তৃতীয় বর্ষে ওঠার মধ্যেই আইএলটিএস অথবা টোফেল সম্পন্ন করা।

১৫। কম্পিউটারে প্রয়জনীয় কাজ শিখে নেয়া। 

১৬| হলিউড-বলিউড, কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন তথ্যবহুল ডকুমেন্টারী এবং মুভি দেখা

১৭। সামান্য স্বার্থে বিবেক বিকিয়ে না দিয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে নিজের লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সচেষ্ট থাকা