বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের যা যা করা উচিত


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-17 06:46:01 BdST | Updated: 2024-05-11 17:40:35 BdST

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখা ছেড়ে দেয় বললেই চলে। পরীক্ষার আগের রাতে পড়াটাই মুখ্য হয়ে উঠে। অনার্স মাস্টার্স শেষ করেও চাকরি পেতে কয়েকবছর লেগে যায়। ফলে অনার্স-মাস্টার্স শেষে সময় অপচয় করার জন্য আফসোস করতে হয়। আর যারা প্রথমবর্ষ থেকেই রুটিন মাফিক আড্ডা , পড়াশুনা এবং রাজনীতি করে থাকেন তারা অনার্স মাস্টার্স শেষেই পেয়ে যান নিজেদের কাঙ্ক্ষিত অবস্থান। স্বপ্নের ছোঁয়া।

আসুন জেনে নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের যা যা করা উচিত 

১। কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব নীতিতে চলা । 

২। প্রথম দিন থেকেই রুটিন করে বাংলা, ইংলিশ এবং গণিত পড়াশুনা করা। কেননা এগুলোই হলো বাংলাদেশে চাকরি পরীক্ষার প্রধান বিষয়। এতে অনার্স এবং মাস্টার্স শেষে সময়ের জন্য আফসোস করতে হবেনা। চাকরি পাইতে অপেক্ষা করতে হবেনা। সমাজের খোঁচা শুনা লাগবেনা। 

৩। ক্যাম্পাসের সকল সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা। সবাইকে যার যার মত মূল্যায়ন করা। 

৪। হলের গণরুমে থাকলেও একটি রুটিন অনুসরণ করা উচিত। যাতে দৈনিকের কাজ দৈনিক করা যায়। 

৫। টিএসসি অথবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হওয়া। যেকোন একটির সাথে ভালোভাবে লেগে থাকা, যাতে নেতৃত্বে আসা যায়।

৬। বিভাগের শিক্ষকদের সাথে ছাত্র- শিক্ষক হিসেবে ভালো সম্পর্ক গড়ে তোলা। 

৭। প্রতিটি কোর্স ভিত্তিক একটি করে হলেও টেক্সটবুক ক্রয় করা এবং তা পড়ে সংরক্ষণে রাখা । 

৮। নিয়মিত ডাইরি লেখা এবং তা দেখে নিজেকেই নিজে মুল্যায়ন করা । 

৯। দেশ ও জাতির অধিকার নিয়ে নিয়মিত ইস্যুতে জ্ঞানার্জন ও সচেতন থাকা । 

১০। দৈনিক একটি করে হলেও ইংলিশ ও বাংলা পত্রিকা পড়া । 

১১। নিজে নিজেই বক্তব্য দেয়ার প্র্যাকটিস করা এবং বিষয়ভিত্তিক তথ্য অনুসন্ধান করা। ফলে ৫ বছর শেষে নিজের উন্নতি দেখতে পাবেন।

১২। হলে উঠার সুযোগ থাকলে অবশ্যই হলে থাকা এবং রাজনীতি করার ইচ্ছা ও সুযোগ থাকলে অবশ্যই দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করা। কেননা  দেশের বিশ্ববিদ্যালয়গুলোই হলো বাংলাদেশের নেতৃত্ব সৃষ্টির সূতিকাগার ।

১৩। খাবারের ক্ষেত্রে সচেতন থাকা। যথাসময়ে খাবার খাওয়া। 

১৪। সুযোগ থাকলে নিজের চলারমত অর্থ উপার্জনের চেষ্টা করা। আর পারিবারিক অর্থনৈতিক সমস্যা থাকলে সেদিকেও নজর রাখতে হবে।

১৫। সর্বোপরি নিজেকে মানবিক ও দেশ্রপ্রেমিক এবং অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে যা যা করনীয় তা অনুসরণ করা। এক্ষেত্রে বিভ্রান্ত না হয়া এবং নীতি নৈতিকতার বাহিরে যাওয়া যাবেনা।

পরবর্তী প্রতিবেদন: উজ্জ্বল ক্য্যারিয়ারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে করণীয়

আপনাদের কোন পরামর্শ থাকলে আমাদের ইমেইল করুন [email protected]এ। 

ছবিটি সামাজিক যোগাযগ মাধ্যম ফেসবুক থেকে নেয়া 

এমএসএল